বাজেটকে ‘নির্বাচনের মতোই ভুয়া’ বললেন রেজা কিবরিয়া
২০২১-২২ অর্থবছরের বাজেটকে ‘আঠারো সালের সংসদ নির্বাচনের মতোই ভুয়া’ বলে আখ্যায়িত করেছেন বিশিষ্ট অর্থনীতিবিদ ও রাজনীতিবিদ ড. রেজা কিবরিয়া।
বৃহস্পতিবার এবি পার্টি আয়োজিত ২০২১-২২ অর্থবছরের বাজেটোত্তোর অনলাইন ব্রিফিংয়ে প্রধান অতিথির বক্তব্যে রেজা কিবরিয়া এসব কথা বলেন।
তিনি বলেন, জনগণের সমর্থনহীন সরকারের রাষ্ট্রের প্রতি কোন দায়বদ্ধতা নেই। তাই তাদের এই বাজেটে জনস্বার্থের কোন প্রতিফলন ঘটেনি। এই বাজেটে জনগণকে কোভিডের মহা সংকট থেকে রক্ষার দিক নির্দেশনা নেই, দুর্নীতির ধারাবাহিকতা রক্ষার ইঙ্গিত আছে। সরকারের দেয়া সকল পরিসংখ্যান, করোনায় মৃত্যুর সংখ্যা, সকলকে টিকা দেয়ার অঙ্গীকার এগুলো সবকিছুই আঠারো সালের সংসদ নির্বাচনের মতোই ভুয়া মনে হচ্ছে।
ড. রেজা কিবরিয়া বলেন, এটি দুর্নীতির ধারাবাহিকতা রক্ষার বাজেট। স্বাস্থ্যখাতে সরকার গত দুই বছরে কিছুই করতে পারেনি। বিদেশি ঋণ জনগনের ওপর করের বোঝা চাপিয়ে পরিশোধ করা হবে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।
তিনি আরও বলেন, যে প্রবাসীরা দেশের অর্থনীতি বাঁচিয়ে রেখেছেন তাদের জন্য কোন পদক্ষেপ নেই। রপ্তানি খাতে ২ শতাংশ ভর্তুকির সুবিধা পাবে অর্থ পাচারকারীরা। বড় প্রকল্পে লুটপাটের সুযোগ বেশি তাই সরকার গরিবদের প্রনোদনায় আগ্রহ দেখায় না।
বাজেটে কোন ভিশন নেই এবং এ বিপদের সময় অর্থমন্ত্রী কোন ক্যারিশমা দেখাতে পারেননি বলেও অভিযোগ করেন ড. রেজা কিবরিয়া।