‘পরিকল্পনামন্ত্রীর ফোন ছিনতাই বিচ্ছিন্ন ঘটনা’
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের হাত থেকে আইফোন কেড়ে নেওয়ার বিষয়টি একটি ‘বিচ্ছিন্ন ঘটনা’ উল্লেখ করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, এটা অপরাধের সামগ্রিক চিত্র নয়।
বুধবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকরা পরিকল্পনামন্ত্রীর মোবাইল ছিনতাইয়ের ঘটনা তুলে ধরে কমিটির সদস্য আ ক ম মোজাম্মেল হকের দৃষ্টি আকর্ষণ করেন।
বিষয়টি ‘দুঃখজনক’ মন্তব্য করে তিনি বলেন, এটি একটি বিচ্ছিন্ন ঘটনা, এতে সামগ্রিক জিনিস প্রতিফলিত হয় না।
মোজাম্মেল হক বলেন, বৈঠকে অনেক অপরাধের কথা আলোচনা হয়েছে। মন্ত্রীর কাছ থেকে বা কোনো নাগরিকের কাছ থেকে এভাবে মোবাইল নেওয়া বা দুর্বৃত্তায়ন, খুন, হত্যা এগুলো প্রতিনিয়ত সব দেশে হচ্ছে। তার অর্থ এই না যে এটা সামগ্রিক চিত্র। আমি সামগ্রিক চিত্রের কথা বলছি।
সরকারের মন্ত্রিসভার এই জ্যেষ্ঠ সদস্য বলেন, অবশ্যই এটা দুঃখজনক এবং পুলিশকে তাগিদ দেওয়া হয়েছে যে এ সমস্ত গ্যাং… এগুলোর তো একটা চক্র থাকে।
সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, মন্ত্রীর মোবাইল নিয়েছে বলেই... অবশ্যই প্রশ্ন জাগে যে মন্ত্রীরটা নিলে সাধারণ মানুষের অবস্থা কী? নিঃসন্দেহে এটা উদ্বেগের কথা, কিন্তু আমরা সকলের জন্য উৎকণ্ঠিত। রাস্তাঘাটে যে ছিনতাই একেইবারে হচ্ছে না, তা কিন্তু নয়। হচ্ছে এবং প্রতিকারের জন্য সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে।
দেশে অপরাধ হলেও কোনো অপরাধী ‘পার পাচ্ছে না’ মন্তব্য করে মোজাম্মেল হক বলেন, দেখেন সব কিন্তু ধরা হচ্ছে।… দ্রুত সময়ের মধ্যে শনাক্ত করা হচ্ছে।
এর আগে গত রোববার (৩০ মে) সন্ধ্যার পর গাড়ির জানালার কাচ নামিয়ে কথা বলার সময় পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের হাত থেকে আইফোন ছিনিয়ে নেয় এক ছিনতাইকারী। বিজয় সরণি সিগন্যালে এ ঘটনা ঘটে।
পরে মঙ্গলবার (১ জুন) পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান সাংবাদিকদের বলেন, পরিকল্পনা মন্ত্রণালয় থেকে যাবার পথে বিজয় সরণিতে গাড়িতে বসে মোবাইল ব্রাউজ করছিলাম। হুট করে কিছু বুঝে ওঠার আগেই কেউ একজন মোবাইল নিয়ে দৌড় দেয়। ব্রাউজিংয়ে মনোযোগ থাকার কারণে মুহূর্তের মধ্যে কী ঘটেছে তা বুঝতেও কয়েক সেকেন্ড কেটে যায়। সম্বিৎ ফিরে পেয়ে গাড়িতে থাকা পুলিশের গানম্যানকে বলি আমার মোবাইল নিয়ে গেল। গাড়ি থামিয়ে গানম্যান ওই ছিনতাইকারীর পিছু নিলেও তাকে আর ধরতে পারেনি।
এদিকে তিন দিন পেরিয়ে গেলেও উদ্ধার হয়নি পরিকল্পনামন্ত্রীর ছিনতাই হওয়া আইফোন।
পুলিশ বলছে, ফোন উদ্ধারে সর্বাত্মক চেষ্টা চলছে। খুব শিগগির পাওয়া যাবে মোবাইল।
বুধবার বিকেলে কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিমুজ্জামান বলেন, মন্ত্রীর মোবাইল চুরির ঘটনায় রোববার (৩০ মে) রাতে একটি মামলা হয়েছে। এই ঘটনায় মন্ত্রীর ব্যক্তিগত সহকারী হুমায়ুন বাদী হয়ে মামলাটি করেছেন।
তিনি আরও বলেন, মোবাইল চুরির ঘটনায় এখন পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। পুলিশ, ডিবি, সিআইডি কাজ করছে। আমরা সবাই সর্বাত্মক চেষ্টা করছি। আশা করছি আমরা মোবাইল পেয়ে যাবো।